Tuesday, August 20, 2024

 


মাঙ্কিপক্স (Monkeypox) নিয়ে আতঙ্ক এবং এর চিকিৎসা প্রতিরোধঃ

মাঙ্কিপক্স (সংক্ষেপে এমপক্স) একটি ভাইরাল সংক্রমণ যা সর্বপ্রথম আফ্রিকায় দেখা দেয় এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে শুরু করেছে

মাঙ্কিপক্স কিভাবে ছড়ায়ঃ

- সংক্রামিত ব্যক্তির ত্বকের ক্ষত, শরীরের তরল, বা শ্বাসপ্রশ্বাসের কণার মাধ্যমে

- বিছানা, কাপড় বা সংক্রামিত ব্যক্তির দ্বারা ব্যবহৃত জিনিসপত্র

লক্ষণসমূহঃ

- জ্বর

- মাথাব্যথা

- ব্যথা ক্লান্তি বোধ

-মুখে ছোট ছোট ক্ষতচিহ্ন দেখা দেয় যা পরবর্তীতে সারা শরীরে ছড়িয়ে যায়

- লিম্ফ নোড ফুলে যাওয়া ইত্যাদি

ভাইরাসের সংস্পর্শে আসার পর লক্ষণ প্রকাশ পেতে থেকে ২১ দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে

জটিলতাঃ

-ব্যাকটেরিয়াল ইনফেকশন, নিউমোনিয়া, সেপসিস, এনসেফালাইটিস ইত্যাদি

চিকিৎসা প্রতিরোধঃ

প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে মাঙ্কিপক্স এর জন্য তেমন কোনো ওষুধ নেই তবে মাঙ্কিপক্স এর জন্য হোমিওপ্যাথিতে লক্ষণ ভিত্তিক কিছু ওষুধ রয়েছে যেগুলো রোগ নিরাময়ে সহায়ক ভূমিকা রাখতে পারে এছাড়াও মাঙ্কিপক্স এর জন্য হোমিওপ্যাথিক প্রতিষেধক গ্রহণ করতে পারেন যা রোগ প্রতিরোধে সহায়তা করবে

ভাইরাস জনিত যে কোন রোগের চিকিৎসায় আধুনিক চিকিৎসা ব্যবস্থা যথেষ্ঠ অসহায় হলেও হোমিওপ্যাথিতে সহজে আরোগ্য লাভ করা সম্ভবপক্স এর নাম যাই হোক না কেন (Chicken pox, Cowpox, Smallpox, Monkey pox) হোমিওপ্যাথিতে প্রচুর ঔষধ আছে যা লক্ষণ অনুযায়ী প্রয়োগ হলে সঠিক ভাবে নিরাময় হওয়া সম্ভব

মাঙ্কিপক্স এর চিকিৎসায় হোমিওপ্যাথিক যেসব ওষুধ কার্যকরী ভূমিকা রাখতে পারে সেগুলো হলো Antim tart, Rhus tox, Thuja occ, Variolinum, Malandrinum, Antim crud, Merc sol, Rhus tox etc. মাঙ্কিপক্স এর জন্য সুনির্দিষ্ট কোনো ভ্যাকসিন এখনো আবিষ্কার হয়নি

No comments:

Post a Comment