Monday, July 31, 2023

ডেঙ্গু  জ্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারন নেই।

ডেঙ্গুর মূল চিকিৎসা হচ্ছে শরীরের Fluid Balance ঠিক রাখা। যে কোন ভাবে Fluid খাবেন বেশি করে, যেমন ডাবের পানি, বাসায় বানানো ফলের রস, লেবুর শরবত ইত্যাদি। জ্বর এলেই Dengue NS1 পরীক্ষাটা দ্রুত করে ফেলুন। জ্বরের পাঁচ দিনের মধ্যেই এই টেস্ট করতে হয়, পাঁচদিন কেটে গেলে এই টেস্ট নেগেটিভ আসে। তখন ডেংগু কনফার্ম করার জন্য অন্য টেস্ট করতে হয়। তাই জ্বর এলে দেরি না করে সেদিনই NS1 করে ফেলুন এবং অবশ্যই হেলাফেলা না করে ডাক্তার দেখান।


ডেঙ্গুতে মৃত্যুর প্রধান কারন রক্তে প্লাটিলেট কমে যাওয়া

যে সকল খাদ্যখাবারে রক্তে প্লাটিলেট বাড়ে

• পেঁপে এবং পেঁপে পাতা

• মিষ্টি কুমড়া এবং কুমড়া বীজ

• লেবুর রস

• আমলকী

• অ্যালোভেরার রস

• ডালিম

আপনার শরীরকে স্বাভাবিক এবং সুস্থ রাখতে দক্ষ ডাক্তার এর পরা

Dr. Hasanuzzaman

BHMS(D.U), CSW(D.U), DHM(London)

Homeopathic Consultant

Reg: H-352 (DG Health, Dhaka -2002)

Expert: Homeopathic Medicine (All kinds of Pain, Allergy, Cancer,

Kidney and Psychological disorders)

Ex-House Physician: Govt. Homeopathic Medical College & Hospital

Ex-Lecturer- DB Khan Homeopathic Medical College & Hospital

Ex-Consultant- Dhaka Ahsania Mission, Dhaka

Experience: 20 years as a Classical Homeopath 

Author: Asthma, Female Prescriber.

Co-editor- Bangladesh Homeopathic Journal

 

Chamber : Natural Health

House 15, Road 34, Sector 7, Uttara, Dhaka1230.

Time: 11-2 pm, 5-9 pm

Ramadan: 10 am- 5 pm

Closed: Thursday.

Wh/Ph: +8801727035044, 8932101

Email: homeonh@gmail.com

https://www.facebook.com/homeonh/

http://www.homeonaturalhealth.com 


No comments:

Post a Comment