Sunday, October 20, 2024

HYPOTHYROIDISM

 

হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোনের ঘাটতিজনিত রোগ পুরুষদের তুলনায় মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। ওজন বেড়ে যাওয়া, দুর্বল লাগা, ক্লান্তিবোধ, সহজেই ঠান্ডা লাগার প্রবণতা, স্মৃতিশক্তি কমে যাওয়া, ডিপ্রেশন ফিল হওয়া, অতিরিক্ত ঘাম‌ হওয়া, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, অতিরিক্ত চুল পড়া এবং মহিলাদের অনিয়মিত পিরিয়ড সহ সেক্সুয়াল ডেজায়ার কমে যাওয়া, ড্রাইনেস ফিল হওয়া ইত্যাদি সমস্যাগুলো দেখা যায়।

 

থাইরয়েড গ্ল্যান্ড থেকে টি-3 ও টি-4 হরমোন নিঃসরণ হয় যা খাবারকে এনার্জি বা শক্তিতে রুপান্তর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে হরমোন নিঃসরণ কম হয় বলে খাবার ‌থেকে শক্তি উৎপন্ন হওয়ার প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে। যার ফলে শরীর দুর্বল দুর্বল লাগে‌ এবং শরীরের ওজন বাড়তে থাকে।

 

প্রচলিত চিকিৎসা বিজ্ঞানে হাইপোথাইরয়েডিজম এর জন্য হরমোন সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শ দেওয়া হয়ে থাকে। অর্থাৎ আপনার শরীরে‌ যেই হরমোনের ঘাটতি হয়েছে সেটা বাইরে থেকে সাপ্লাই দেওয়ার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়। যার ফলে লাইফটাইম থাইরয়েডের ওষুধ কন্টিনিউ করতে হয়।

 

হোমিওপ্যাথিক চিকিৎসায় হরমোন সাপ্লিমেন্টের মতো কোনো ওষুধ নেই। হোমিওপ্যাথিক ওষুধ সেবনের মাধ্যমে থাইরয়েডের কার্যক্রম স্বাভাবিক হয়। অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড যেন স্বাভাবিকভাবে সঠিক মাত্রায় হরমোন নিঃসরণ করতে পারে সেটাই হলো হোমিওপ্যাথিক চিকিৎসার মূল উদ্দেশ্য।

 

আমরা আমাদের চিকিৎসা জীবনের অভিজ্ঞতায় এমন অনেক রোগী পেয়েছি যাদের নিয়মিত থাইরয়েডের ওষুধ নিতে হতো।‌ আলহামদুলিল্লাহ, হোমিওপ্যাথিক ওষুধ সেবনের মাধ্যমে তাদেরকে এখন আর হরমোন সাপ্লিমেন্ট নিতে হয় না এবং তারা সুস্থ জীবন যাপন করছে।

 

থাইরয়েডের সমস্যা ভালো হতে কতদিন সময় লাগবে সেটা একদম একজ্যাক্ট বলা কঠিন। থাইরয়েডের লেভেল, ওভারঅল ফিটনেস, লাইফস্টাইল, বয়স ইত্যাদি ভেদে কারো ক্ষেত্রে কম আবার কারো ক্ষেত্রে একটু বেশি সময় লেগে যায়। সাম্প্রতিক সময়ের আমাদের একজন প্যাসেন্টের ক্ষেত্রে মাত্র তিন মাসেই তার থাইরয়েড লেভেল ১২ থেকে একদম স্বাভাবিক হয়ে গেছে এবং এখন তাকে আর কোনো ওষুধ কনটিনিয়াসলি খেতে হচ্ছে না।

 

হাইপোথাইরয়েডিজমের জন্য এক্সপার্ট ডাক্তারের তত্বাবধানে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করলে পার্মেনেন্টলি ভালো হয়ে যাবেন, ইনশাআল্লাহ।

Tuesday, August 20, 2024

 


মাঙ্কিপক্স (Monkeypox) নিয়ে আতঙ্ক এবং এর চিকিৎসা প্রতিরোধঃ

মাঙ্কিপক্স (সংক্ষেপে এমপক্স) একটি ভাইরাল সংক্রমণ যা সর্বপ্রথম আফ্রিকায় দেখা দেয় এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে শুরু করেছে

মাঙ্কিপক্স কিভাবে ছড়ায়ঃ

- সংক্রামিত ব্যক্তির ত্বকের ক্ষত, শরীরের তরল, বা শ্বাসপ্রশ্বাসের কণার মাধ্যমে

- বিছানা, কাপড় বা সংক্রামিত ব্যক্তির দ্বারা ব্যবহৃত জিনিসপত্র

লক্ষণসমূহঃ

- জ্বর

- মাথাব্যথা

- ব্যথা ক্লান্তি বোধ

-মুখে ছোট ছোট ক্ষতচিহ্ন দেখা দেয় যা পরবর্তীতে সারা শরীরে ছড়িয়ে যায়

- লিম্ফ নোড ফুলে যাওয়া ইত্যাদি

ভাইরাসের সংস্পর্শে আসার পর লক্ষণ প্রকাশ পেতে থেকে ২১ দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে

জটিলতাঃ

-ব্যাকটেরিয়াল ইনফেকশন, নিউমোনিয়া, সেপসিস, এনসেফালাইটিস ইত্যাদি

চিকিৎসা প্রতিরোধঃ

প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে মাঙ্কিপক্স এর জন্য তেমন কোনো ওষুধ নেই তবে মাঙ্কিপক্স এর জন্য হোমিওপ্যাথিতে লক্ষণ ভিত্তিক কিছু ওষুধ রয়েছে যেগুলো রোগ নিরাময়ে সহায়ক ভূমিকা রাখতে পারে এছাড়াও মাঙ্কিপক্স এর জন্য হোমিওপ্যাথিক প্রতিষেধক গ্রহণ করতে পারেন যা রোগ প্রতিরোধে সহায়তা করবে

ভাইরাস জনিত যে কোন রোগের চিকিৎসায় আধুনিক চিকিৎসা ব্যবস্থা যথেষ্ঠ অসহায় হলেও হোমিওপ্যাথিতে সহজে আরোগ্য লাভ করা সম্ভবপক্স এর নাম যাই হোক না কেন (Chicken pox, Cowpox, Smallpox, Monkey pox) হোমিওপ্যাথিতে প্রচুর ঔষধ আছে যা লক্ষণ অনুযায়ী প্রয়োগ হলে সঠিক ভাবে নিরাময় হওয়া সম্ভব

মাঙ্কিপক্স এর চিকিৎসায় হোমিওপ্যাথিক যেসব ওষুধ কার্যকরী ভূমিকা রাখতে পারে সেগুলো হলো Antim tart, Rhus tox, Thuja occ, Variolinum, Malandrinum, Antim crud, Merc sol, Rhus tox etc. মাঙ্কিপক্স এর জন্য সুনির্দিষ্ট কোনো ভ্যাকসিন এখনো আবিষ্কার হয়নি

Monday, July 31, 2023

ডেঙ্গু  জ্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারন নেই।

ডেঙ্গুর মূল চিকিৎসা হচ্ছে শরীরের Fluid Balance ঠিক রাখা। যে কোন ভাবে Fluid খাবেন বেশি করে, যেমন ডাবের পানি, বাসায় বানানো ফলের রস, লেবুর শরবত ইত্যাদি। জ্বর এলেই Dengue NS1 পরীক্ষাটা দ্রুত করে ফেলুন। জ্বরের পাঁচ দিনের মধ্যেই এই টেস্ট করতে হয়, পাঁচদিন কেটে গেলে এই টেস্ট নেগেটিভ আসে। তখন ডেংগু কনফার্ম করার জন্য অন্য টেস্ট করতে হয়। তাই জ্বর এলে দেরি না করে সেদিনই NS1 করে ফেলুন এবং অবশ্যই হেলাফেলা না করে ডাক্তার দেখান।


ডেঙ্গুতে মৃত্যুর প্রধান কারন রক্তে প্লাটিলেট কমে যাওয়া

যে সকল খাদ্যখাবারে রক্তে প্লাটিলেট বাড়ে

• পেঁপে এবং পেঁপে পাতা

• মিষ্টি কুমড়া এবং কুমড়া বীজ

• লেবুর রস

• আমলকী

• অ্যালোভেরার রস

• ডালিম

আপনার শরীরকে স্বাভাবিক এবং সুস্থ রাখতে দক্ষ ডাক্তার এর পরা

Dr. Hasanuzzaman

BHMS(D.U), CSW(D.U), DHM(London)

Homeopathic Consultant

Reg: H-352 (DG Health, Dhaka -2002)

Expert: Homeopathic Medicine (All kinds of Pain, Allergy, Cancer,

Kidney and Psychological disorders)

Ex-House Physician: Govt. Homeopathic Medical College & Hospital

Ex-Lecturer- DB Khan Homeopathic Medical College & Hospital

Ex-Consultant- Dhaka Ahsania Mission, Dhaka

Experience: 20 years as a Classical Homeopath 

Author: Asthma, Female Prescriber.

Co-editor- Bangladesh Homeopathic Journal

 

Chamber : Natural Health

House 15, Road 34, Sector 7, Uttara, Dhaka1230.

Time: 11-2 pm, 5-9 pm

Ramadan: 10 am- 5 pm

Closed: Thursday.

Wh/Ph: +8801727035044, 8932101

Email: homeonh@gmail.com

https://www.facebook.com/homeonh/

http://www.homeonaturalhealth.com 


Sunday, June 6, 2021

 আজকাল মানুষের রোগাক্রান্ত হওয়ার প্রবনতা বেড়ে গেছে বহুগুন। যারা একটু স্বাস্থ্য সচেতন তারা তাদের সুস্থতা নিয়ে খুবই চিন্তিত। যথাযথ চিকিৎসার জন্য রোগীরা ডাক্তারদের দ্বারে দ্বারে কড়া নেড়ে বেড়াচ্ছে। সৌভাগ্যক্রমে, তাদের মধ্যে কেউ কেউ যথাযথ চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠছে এবং তাদের অধিকাংশই অর্থ ও সময় নষ্ট করে যন্ত্রনায় ভুগতে ভুগতে মৃত্যুর প্রহর গুনছে। সুস্বাস্থের জন্য তারা প্রচলিত চিকিৎসার পদ্ধতির পার্শ্ব-প্রতিক্রিয়া এড়ানোর জন্যে বিকল্প উপায় খুজচ্ছেন।

আমাদের উদ্দেশ্য হ'ল, পাশ্ব-প্রতিক্রিয়াহীন চিকিৎসার মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে রোগীর সুস্থতা ফিরিয়ে আনা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে রোগাক্রান্ত হওয়ার প্রবনতা কমিয়ে মানুষের সুস্বাস্থ নিশ্চিত করা।
”ন্যাচারাল হেলথ” আপনাকে নিচের সেবাগুলো নিশ্চত করছেঃ
# আমাদের সকল চিকিৎসা সাইড ইফেক্ট ও স্টেরয়েড মুক্ত
# অরিজিনাল জার্মানি ও বিটি মেডিসিন দ্বারা চিকিৎসা দেওয়া হয়
# প্রত্যেক ব্যাক্তির লক্ষণ অনুযায়ী সামগ্রিক ( শারীরিক, মানসিক ও আত্মিক) চিকিৎসা দেওয়া হয়
# সর্বদাই রোগীকে অল্প সময়ের মধ্যে আরামদায়ক ভাবে স্থায়ী চিকিৎসা প্রদান করা হয়
# ইনশাআল্লাহ যে কোনো ধরনের তীব্র ব্যথা মাত্র ৩০ মিনিটে কমে যায়
# হোমিওপ্যাথিক চিকিৎসায় শুধু রোগ-যন্ত্রনা কমেনা বরং রোগের কারনও দুরীভূত হয়
# আমাদের নৈতিক দায়িত্ব থেকে প্রতিটা রোগীকে সম্মানিত অতিথি হিসেবে বিবেচনা করি। তাদের সুচিকিৎসা দেয়া এবং তাদের প্রতি যত্নবান হওয়াকে পেশাগত কর্তব্য হিসেবে পালন করি
# আমাদের কাছে সুস্থ্যতার সঙ্গা হল- অসুস্থ্য হওয়ার আগে আপনি যেমন ছিলেন সে অবস্থায় ফিরিয়ে আনা
# আর্থিক অসচ্ছলতার বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা করা হয়
# আমাদের চেম্বারটি সুসজ্জিত, সিসি টিভি নিয়ন্ত্রিত, ফ্রি ওয়াইফাই, অক্সিজেনের ব্যাবস্থা, শিশুদের খাওয়ানো, বাচ্চাদের খেলাধুলা এবং প্রার্থনা করার সুবিধা সম্বলিত
# প্রয়োজনে অনলাইন চিকিৎসা ও হোম ডেলিভারীর ব্যবস্থা আছে।

Translation:

Nowadays, the tendency of sickness has increased manifold for people. Those who are a little health conscious are very worried about their well-being. Patients are rushing door to door of doctor's clinic for proper treatment. Fortunately, some of them are recovering by getting proper treatment, and most of them are wasting money and time but still suffering to death.

They are looking for alternative ways to avoid the side effects of conventional treatment methods for good health.

Our aim is to bring the patient back to good health through short-term treatment, and to ensure the well-being of people by reducing their risk of getting infected by increasing immunity.

 Our treatment is free from any kinds of side-effects and steroids,

 We treat our patients with original Germany and B&T medicines,

 We provide holistic treatment (physical, mental and spiritual) according to the individuality,

 We always treat the patient gently and permanently within a short time,

 Any kind of extreme pain can be relieved within 30 minutes,

 Homeopathy not only remove the symptoms but also root out its causes,

 We treat every patient as a guest of honor from our moral responsibilities and take care of them as a professional duty,

 The definition of cure for us is to restore the sickness and getting back to where you were,

 In case of financial difficulty, we consider it with sympathy,

 Our Chamber is well-decorated, CCTV surveillance, Free Wi-Fi, Oxygen facilities, Child amusement corner, Prayer and Feeding zone,

 We provide Online and Home delivery services.

Wednesday, March 24, 2021

HOMEOPATHY FOR DRUG ADDICTION

HOMEOPATHY FOR SUBSTANCE USE DISORDER OR DRUG ADDICTION

A drug is defined by WHO, as any substance that, when taken in to the living organism, may modify one or more of its functions. This definition conceptualizes ‘drug’ in a very broad way, including not only the medications but also the other pharmacologically active substances.

The words ‘drug addiction’ and ‘drug addict’ were dropped from scientific use due to their derogatory connotation. Instead ‘drug abuse’, ‘drug dependence’ , ‘harmful use’, ‘misuse’, and ‘psychoactive substance use disorders’ are the terms used in the current nomenclature. A psychoactive drug is one that is capable of altering the mental functioning.

There are four important patterns of substance use disorders, which may overlap with each other.

·      Acute intoxication

·      Withdrawal state

·      Dependence syndrome

·      Harmful use

Acute intoxication

According to the ICD-10, acute intoxication is a transient condition following the administration of alcohol or other psychoactive substance, resulting in disturbances in level of consciousness, cognition, perception, affect or behavior, or other psychophysiological functions and responses. This is usually associated with high blood levels of the drug.  

However, in certain cases where the threshold is low, due to a serious medical illness such as chronic renal failure or idiosyncratic sensitivity, even a low dose may lead to intoxication. The intensity of intoxication lessens with time, and effects eventually disappear in the absence of further use of the substance. The recovery is therefore complete, except where tissue damage or another complication has arisen.

The following codes may be used to indicate whether the acute intoxication was associated with any complications.

·      Uncomplicated (symptoms of varying severity, usually dose-dependent, particularly at high dose levels.

·      With trauma or other bodily injury

·      With other medical complications, such as hematemesis, inhalation of vomitus

·      With delirium

·      With perceptual distortions

·      With coma

·      With convulsions

·      Pathological intoxication, only for alcohol

Withdrawal state

A withdrawal state is characterized by a cluster of symptoms, often specific to the drug used, which develop on total or partial withdrawal of a drug, usually after repeated and/or high-dose use. This, too, is a short-lasting syndrome with usual duration of few hours to few days.

Typically, the patient reports that the withdrawal symptoms are relieved by further substance use.

The withdrawal state is further classified as:

·      Uncomplicated

·      With complications

·      With delirium

Dependence syndrome

According to the ICD-10, the dependence syndrome is a cluster of physiological, behavioral, and cognitive phenomena in which the use of a substance or a class of substances takes on a much higher priority for a given individual than other behaviors that once had greater value.

A central descriptive characteristic of the dependence syndrome is the desire (often strong and sometimes overpowering) to take psychoactive substances (which may or may not have been medically prescribed), alcohol, or tobacco. There may be evidence that return to substance use after a period of abstinence leads to a more rapid appearance of other features of the syndrome than occurs with non-dependent individuals.

A definite diagnosis of dependence should usually be made only if at least three of the following have been experienced or exhibited at sometime during the previous year.

·      A strong desire or sense of compulsion to take the substance.

·      Difficulties in controlling the substance-taking behavior in terms of its onset, termination or levels of use.

·      A physiological withdrawal state when the substance use has ceased or reduced, as evidenced by the characteristic withdrawal syndrome for the substance; or use of the same (or a closely related) substance with the intention of relieving or avoiding withdrawal symptoms.

·      Evidence of tolerance, such that increased doses of the psychoactive substance are required in order to achieve effects originally produced by lower doses (clear examples of this are found in the alcohol and opiate-dependent individuals who may take daily doses that are sufficient to incapacitate or kill non-tolerant users).

·      Progressive neglect of alternative pleasures or interests because of psychoactive substance use, increased amount of time necessary to obtain or take the substance or to recover from its effects.

·      Persisting with substance use despite clear evidence of overtly harmful consequences, such as harm to the liver through excessive drinking, depressive mood states consequent to periods of heavy substance use, or drug-related impairment of cognitive functioning; efforts should be made to determine that the user was actually, or could be expected to be, aware of the nature and extent of the harm.

A narrowing of personal repertoire of patterns of psychoactive substance use has also been described as a characteristic feature of the dependence syndrome (e.g., a tendency to drink in the same way on weekdays and weekends, regardless of the social constraints that determine appropriate drinking behavior)

The dependence syndrome can be further coded as (ICD-10):

·      Currently abstinent.

·      Currently abstinent, but in a protected environment (e.g., in hospital, in a therapeutic community, in prison etc.).

·      Currently on a clinically supervised maintenance or replacement regime (controlled dependence, e.g., with methadone, nicotine gum or nicotine patch).

·      Currently abstinent, but receiving treatment with aversive or blocking drugs (e.g., naltrexone or disulfiram).

·      Currently using the substance (active dependence).

·      Continuous use.

·      Episodic use (dispsomania).

The dependence can be either psychic, or physical, or both.

Harmful use

Harmful use is characterized by:

·      Continued drug use, despite the awareness of harmful medical and/or social effect of the drug being used, and/or

·      A pattern of physically hazardous use of drug (e.g., driving during intoxication).

The diagnosis requires that the actual damage should have been caused to the mental or physical health of the user. Harmful use is not diagnosed, if a dependence syndrome is present.DSM-1V-TR uses the term substance abuse instead, with minor variations in description.

The other syndromes associated with the psychoactive substance use in ICD-10 include psychotic disorder, amnesic syndrome, and residual and late-onset (delayed onset) psychotic disorder.

Psychoactive substances

The major dependence producing drugs are:

·      Alcohol

·      Opioids, e.g., opium, heroin.

·      Cannabinoids, e.g., cannabis

·      Cocaine

·      Amphetamine and other sympathomimetics

·      Hallucinogens, e.g., LSD, phencyclidine (PCP)

·      Sedatives and hypnotics, e.g., barbiturates

·      Inhalants, e.g., volatile solvents

·      Nicotine

·      Other stimulants, e.g., caffeine

Causes

Aetiological factors in Substance use disorders:

A. Biological

·      Genetic vulnerability (family history of substance use disorder, e.g., in type 11 alcoholism)

·      Co-morbid psychiatric disorder or personality disorder

·      Co-morbid medical disorders

·      Reinforcing effects of drugs (explains continuation of drug use)

·      Withdrawal effects and craving (explains continuation of drug use)

·      Biochemical factors (e.g., role of dopamine and norepinephrine in cocaine, ethanol, and opioid dependence

B. Psychological factors

·      Curiosity; need for novelty seeking

·      General rebelliousness and social non-conformity

·      Early initiation of alcohol and tobacco

·      Poor impulse control

·      Sensation-seeking (high)

·      Low self-esteem

·      Concerns regarding personal autonomy

·      Poor stress management skills

·      Childhood trauma or loss

·      Relief from fatigue and/or boredom

·      Escape from reality

·      Lack of interest in conventional goals

·      Psychological distress

C. Social factors

·      Peer pressure (often more important than parental factors)

·      Modelling (imitating behavior of important others)

·      Ease of availability of alcohol and drugs

·      Strictness of drug law enforcement

·      Intrafamilial conflicts

·      Religious reasons

·      Poor social/familial support

·      ‘Perceived distance’ within the family

·      Permissive social attitudes

·      Rapid urbanization

HOMOEOPATHIC REMEDIES

Homoeopathy today is a growing system and is being practiced all over the world. Its strength lies in its evident effectiveness as it takes a holistic approach towards the sick individual through promotion of inner balance at mental, emotional, spiritual and physical levels. When substance use disorder is concerned there are many effective medicines are available in Homoeopathy, but the selection depends upon the individuality of the patient, considering the mental and physical symptoms.

AVENA SATIVA

Avena sativa is one of the best remedies for drug addiction. It is effective for the bad effects of morphine or heroin addiction. It is a good remedy for those addicted to cocaine, marijuana, nerviness, tranquilizers or sedatives. Insomnia due to drug s or alcohol. Sleeplessness with nervous exhaustion and weakness.

NUX VOMICA

Nux vomica is effective for the bad effects of alcohol, tobacco, opium, coffee, wine etc. The patient is nervous and highly irritable. Headache and intoxicated feeling. Dyspepsia, nausea and vomiting, constipation are other leading symptoms.

MORPHINUM

Morphinum is used for the bad effects of over use of drugs. Mentally the patient is depressed and behaves in a dream-like state. Vertigo and dizziness on least movement of head. Face is dusky red or pallid lividity of face, lips, tongue, mouth, or throat. Violent throbbing in heart and carotids. Alternation of tachycardia and bradycardia.

COFFEA

Severe insomnia due to drug addiction. Hyperactivity of mind and body. Increases the sensibility of nerves, making them over excitable and over sensitive. Special senses become over acute, emotions especially joy and pleasurable surprise, produces dangerous symptoms. Now joyous, now gloomy. Coffea removes the bad effects of sleeping pills.

CANNABIS INDICA

Exaltation of spirits. Constant fear of becoming insane. Horror of darkness. Absent minded, forgetful. Emotions and sensations are exaggerated.

BELLADONNA

Fear of darkness and vision of ghosts as a result of drug addiction. Desire to escape or hide himself. Acuteness of all senses. Changeable moods. Hallucinations, sees monsters, hideous faces. Spit on faces of other persons. Easily angered.

HYOSYAMUS NIGER

Headache from narcotic addiction. Hallucinations most marked. Talks with imaginary persons to dead ones. Imagines things are animals. Inclined to laugh at everything. Does foolish things, behaves like mad. Laughs, sings, talks, babbles and quarrels.

SULPHUR

Sulphur antidotes the bad effects of Cannabis addiction. Sulphur patient express sadness and melancholy. They imagine himself a great man. Strong impulsive tendency to suicide by drowning or leaping from a window.

LACHESIS

Headache from narcotics addiction. The patient is highly talkative. Sensation of tension in various parts. Cannot bear anything tight anywhere. Sensation of constriction in throat, abdomen and head.

PULSATILLA NIGRICANS

Diarrhea from heroin addiction. Changeable stools, no two stools alike.

PASSIFLORA INCARNATA

Sleeplessness due to drug addiction. Effective for morphine addiction. Give mother tincture doses.

OPIUM

Drowsiness and coma from drug addiction. The patient falls into a heavy deep sleep. Thinks he is not at home. Sees frightful visions of mice, scorpions. Perversion of all senses. Euphoric state, overexcitement and sleeplessness.

VIPERA

A remedy for drug addictions by injections.